শনিবার, ২১ জুন ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

বোয়ালখালীতে সড়ক-উপসড়কে কোন ভাবে পশুর হাট বসানো যাবেনা : উপজেলা নির্বাহী অফিসার মো. রহমত উল্লাহ

মোঃ তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ঈদুল আযহা পশুর হাট ও ব্যবস্থাপনা উপলক্ষে
কোরবানী পশুর হাট, পশু জবাই করার সুনির্দিষ্ট স্থান নির্ধারণ এবং পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণসহ সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রস্তুতি মূলক সভা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

(সোমবার) ২ জুন বিকাল ৩টায় উপজেলা মিলনায়তন (স্বাধীনতা)’য় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনা বাহিনীর বোয়ালখালী উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ জাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বোয়ালখালী পৌর প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রুমন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা: আরফিন,মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুল হক, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সাংবাদিক মোঃ মোদাচ্ছের,
পৌর সভার বাজার পরিদর্শক আনোয়ারুল আজিম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক রিদুয়ানুল করিম। এ সভায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন,বিভিন্ন
ইউপির প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, গরু হাটের ইজারাদার, পশুর চামড়া সংরক্ষণকারীর প্রতিনিধিসহ প্রায় শতাধিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন-বোয়ালখালীতে কোথায় অনুমতি বিহীন অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে পশু/গরু-মহিষ-ছাগল জমায়েতকরণ ও সড়ক-উপসড়কে কোন ভাবে হাট বসানো যাবেনা। তিনি এছাড়া কোরবানীর চামড়া সংগ্রহ-সংরক্ষণ ও বৈজ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে যথাযথ নিয়ম পালনের জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ