শনিবার, ২১ জুন ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

বলেশ্বর নদীতে ভাসমান অজ্ঞাত নারীর লাশ

মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি:

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়ন সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে।

শরণখোলার সাউথখালী ইউনিয়নের বগি গ্রাম সংলগ্ন বলেশ্বর নদীর পাড়ে অজ্ঞাত নারীর লাশ দেখেন এলাকাবাসী। আজ সোমবার (২ জুন)সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের দিকে ঝোপের ভেতর এলাকাবাসী লাশটি নদীর পাড়ে দেখেন। পরবর্তীতে বিষয়টি শরনখোলা থানায় জানানো হয়। পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, যেহেতু লাশটি অজ্ঞাত এবং এলাকাবাসী চিহ্নিত করতে পারছে না, সুতরাং প্রাথমিকভাবে লাশটা শরণখোলা থানায় আনা হবে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ