বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

বোয়ালখালীতে স্মারক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ তাজুল ইসলাম,
বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী উপজেলায় “স্মারক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) উপজেলার আদিল কনভেনশন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১ম থেকে ৯ম শ্রেণির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২২০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির পুরস্কার তুলে দেওয়া হয়।

স্মারক মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরীক্ষা পরিচালনা পর্ষদের সচিব মনিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খান সৌরভ, প্রকৌশলী দিদারুল আলম, কাজী জসিম উদ্দিন, মনজুরুল ইসলাম, ইদ্রিস মিয়া, এস. এম. জিহাদ বাবলু, মনসুর আলী এবং বোয়ালখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ‘স্মারক জিনিয়াস অব বোয়ালখালী’ হিসেবে অনিন্দ্য দাশ ও আদিত্য সরকারকে ঘোষণা করা হয়। তাদের দুইজনকে পরীক্ষা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এক বছরের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ