এমদাদুল হক স্টাফ রিপোর্টার, (ভোলা)
২০২৫ সালে সংঘটিত হওয়া সব চেয়ে বড় ঘূর্ণিঝড় “শক্তি” এই ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেশ কয়েকটি খন্ড দ্বীপ রয়েছে এই তালিকায়। ১ ই জুন রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন এ সকল এলাকা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউ এন ও) রসনা সারমিন মিথী, দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাষ্টার, দক্ষিণ আইচা থানা শ্রমিক দলের সভাপতি হারুন আখন, দক্ষিণ আইচা থানার সম্ভাব্য সভাপতি জনপ্রিয় ছাত্র নেতা ইঞ্জি. এ এইচ সোহেল, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা, চর কুকরী মুকরী ইউনিয়ন পরিষদে দুই শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল খাদ্য সামগ্রী ও বস্ত্র সামগ্রী।