এমদাদুল হক স্টাফ রিপোর্টার (ভোলা)
ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, এ জেলার সাথে অন্য কোন জেলার সরকারি সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই, তাই এ জেলার বিশ লক্ষাধিক মানুষকে প্রতিনিয়ত নৌপথে চলাচল করতে হয়। ভোলা জেলার অন্তর্গত আরো বেশ কিছু ছোট বড় দ্বীপ রয়েছে, মনপুরা, চর কুকরী মুকরী, চর পাতিলা, ঢালচর, চর নিজামসহ আরো বেশ কিছু দ্বীপে নৌপথে যাতায়াত করতে হয়, দীর্ঘদিন যাবত লঞ্চঘাটে পল্টন না থাকায় ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের, সেই দুর্ভোগ লাগবে চর ফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া লঞ্চ ঘাটে এবং চর কুকরী মুকরী লঞ্চ ঘাটে পল্টনের বরাদ্দ দেয় সরকার, আজ ১ ই জুন রবিবার পল্টন দুটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশের অন্তর্বর্তিকালীন সরকারের মাননীয় নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ড. এম সাখাওয়াত হোসেন, এ সময় আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউ এন ও) রসনা সারমিন মিথী, ও দক্ষিণ আইচা থানা বি এন পি ‘র সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম ফারুক মাষ্টার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ড. এম সাখাওয়াত হোসেন পল্টন উদ্ভোধন শেষ করে ঘূর্ণিঝড় শক্তির তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করতে যান।