বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২৯৮ বোতল স্কাফসহ আটক-১

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার কুমিল্লা।
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

কুমিল্লা সদর বাশমঙ্গল এলাকায় ২৯৮ বোতল স্কাফসহ এক মাদক ব‍্যবসায়ী আটক করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে জেলার সদর উপজেলার বাশমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী মোঃ সেলিম মিয়া (৩৫) কুমিল্লা জেলার সদর উপজেলার উত্তর জামবাড়ি গ্রামের মৃত মোন্তাজ আলী এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, শুক্রবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর উপজেলার বাশমঙ্গল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সেলিম মিয়া নামক ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ২৯৮ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ ও সিপিস-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য স্কাফ সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ