রবিবার, ২২ জুন ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

কয়রায় ভাইয়ের হাতে ভাই খুন,ফাসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

কয়রা(খুলনা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

কয়রা(খুলনা) প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলার উলা গ্রামে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার (৩১ মে) সকালে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ মে) দুপুর আড়াইটায় উলা গ্রামের নিজ বসতবাড়িতে মোঃ সাহেব আলী গাজী (৪০) তার আপন বড় ভাই মোঃ শহিদুল গাজী এর হাতে নির্মমভাবে খুন হন। এ ঘটনার প্রতিবাদে আজ গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন মানববন্ধনে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,
“ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার মতো মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় আর কখনো ঘটেনি। এই হত্যাকারী শহিদুল গাজীর দৃষ্টান্তমূলক শাস্তি ফাসি নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, ঘটনার পর শহিদুল গাজী পালিয়ে বারোপোতা গ্রামে আশ্রয় নিলে স্থানীয়দের সহায়তায় কয়রা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন *কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হক।*
গ্রামবাসীর একটাই দাবি— হত্যাকারীর ফাঁসি চাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ