এমদাদুল হক, স্টাফ রিপোর্টার ভোলা।
ভোলার চর ফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় শক্তির তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, (ইউ এন ও) রসনা সারমিন মিথী, উপজেলা ভূমি অফিসার এমদাদুল ইসলাম
ঘূর্নিঝড় শক্তির আঘাতে চর কুকরী মুকরী ইউনিয়নের চর পাতিলায় ৪ শ পরিবার, ঢালচর ইউনিয়নে ১ হাজার পরিবার, চর নিজামে ৩শ পরিবারের অধিক ও মুজিবনগরের চর শিকদারে ৪শ পরিবার পানিবন্দি।
৭০-৮০ পরিবারের ঘর সম্পূর্ণ বিনষ্ট এবং ৬-৭শ গবাদি পশুর ক্ষতি হয়েছে।
সরকারি ভাবে ৪ শ পবিবারকে আজকেই ত্রান সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে। বাকিদের ত্রাণও আগামীকাল বিতরন শুরু হবে। এ ত্রাণের মধ্যে একটি পরিবারকে ৩০ কেজি চাল ও ডাল-আলু-তেল-চিড়া, বিস্কিট, খাবার স্যালাইনসহ শুকনো খাবার প্যাকেট থাকবে। এ সহায়তার মধ্যে ঢালচরে ২শ, মুজিবনগরে ১শ এবং কুকরীতে ১শ ত্রাণ পৌঁছে গেছে।
এবং যাদের ঘর ভেঙ্গেছে তাদের জন্য মোট ৪০ বান্ডেল টিন দোওয়া হবে কালকের মধ্যেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল কে মনে সাহস রাখার আহ্বান জানিয়ে বলেন, আমাদের ত্রাণ কার্যক্রম দুর্গত এলাকায় পৌছাতে হয়তো একটু সময় নেবে বৈরী আবহাওয়ার জন্য।
এ পরিস্থিতিতে সবাইকে সাহস রাখার আহ্বান জানাচ্ছি। ও সহযোগিতা কামনা করছি যাতে একসাথে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি।