বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত লাশ উদ্ধার

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের টোবাকো গেইট এলাকার পোর্টলিংক এর উত্তরে রেললাইনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। জানা যায়, ঢাকামুখী উদয়ন এক্মপ্রেস ট্রেনে এক ব্যক্তি কাটা পড়ে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই তাপস চন্দ্র মিত্র জানান, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় দেহ একেবারে ছিন্নভিন্ন হয়ে যায়। শরীরের মাংসগুলো রেললাইনের চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা উদ্ধার করে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ