জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ প্রতিনিধি।
নওগাঁর পোরশায় আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান জানান, দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে এ উপজেলায় যে সমস্যা গুলি হয়েছিল তা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে জমিজমা সংক্রান্ত সামান্য কিছু বিরোধ থাকলেও আইন শৃংখলা পরিস্থিতিও স্বাভাবিক হচ্ছে বলে তিনি জানান। তবে কিছু দিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি মনে করছেন। পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃআতিয়ার রহমান বলেন এমাসে ১০টি মামলা হয়েছে তার মধ্যে ৬টি মাদকদ্রব্য সংক্রান্ত তাই তিনি সকল ইউপি চেয়ারম্যানদের মাদক ব্যবসা বন্ধ করতে সাহায্য করার জন্য বলেন।ইউএনও মহোদয় এনজিও গুলোর কার্যক্রম কেমন চলছে এ বিষয়ে জানতে চাইলে পোরশা উপজেলার সিসিডিবি সমন্বয় কর্মকর্তা স্টে়ভ রয় রুপম বলেন বরেন্দ্র অঞ্চলে যে পানির সমস্যা এই সমস্যা দূর করতে আমরা বৃষ্টির পানি সংরক্ষণের জন্য গ্রামের মানুষদের নিয়ে যে কাজ করছি তা চলমান রয়েছে। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃআব্দুল্লাহ আল মামুন, এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা, ৬ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিজিবি সিমান্ত অধিনায়ক, ফায়ার সার্ভিস প্রতিনিধি , আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা, শিক্ষকবৃন্দ,এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন