বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

রামগঞ্জে চোর চক্র দুইজনকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ,

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ

লক্ষ্মীপুর রামগঞ্জে সাম্প্রতিক সময়ে রামগঞ্জ পৌর এলাকায় পানির মোটর চুরির বেশ কিছু ঘটনা সংগঠিত হওয়ার সংবাদ পাওয়া যায়। উক্ত সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার একটি চৌকস টীম ঘটনা বিশ্লেষণ করে নিশাত (২৫)নামের একজনের সংশ্লিষ্টতা পায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন যাবত বিভিন্ন বাড়ির পানির মোটর চুরি করে বিক্রয় করে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পৌর এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ছয়টি চোরাই যাওয়া পানির মোটর উদ্ধার ও মোটর ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হেলাল (৩২)নামের একজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ