মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি :
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ক্লাইমেট – স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রথম সংশোধনী প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই দুপুর ১২ টায় শরণখোলা উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রে এ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্রকল্প পরিচালক। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইমতিয়াজ উদ্দিন, কৃষি ব্যাংকের ম্যানেজার সঞ্জয় দেবনাথ, প্রকল্প মনিটরিং অফিসার ধীমান মজুমদার, জাইকা প্রকল্প কর্মকর্তা রিয়াজুর রহমান, সাংবাদিক, কৃষক, ব্যাবসায়ী প্রমুখ ব্যক্তিবর্গ। সভায় বক্তারা কৃষির উৎপাদনে কি কি সমস্যা রয়েছে তা তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এ সক্ষম ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণ ও পতিত জমি চাষের আওতায় আনার মাধ্যমে প্রকল্পভুক্ত এলাকায় ফসলের নিবীড়তা কিভাবে বৃদ্ধি করা যায় এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনা ও মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং উচ্চ ফলনশীল ফল ও সবজি আবাদ সম্প্রসারণের মাধ্যমে ফসলের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সে সম্পর্কে অবহিত করেন।