মোঃ আসিফ ইকবাল রকি
যশোর প্রতিনিধি
চৌগাছার ইতিহাস, ঐতিহ্য ও অর্থনীতির প্রতীক—চৌগাছার পশুর হাট আজ বন্ধ হতে চলেছে।এই হাটটি আর বসছে না আগামী শুক্রবার থেকে।
জানা গেছে, জমির মালিকরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন—”গতবারের ইজারাদাররা পেলেই হাট বসবে, নতুবা বসবে না।” এই অবস্থান থেকে তারা একচুলও সরে আসছেন না। ফলে জমির চারপাশে বাঁশ-কাঠ দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে, স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে, হাট আর বসার সুযোগ নেই।
চৌগাছার সাধারণ মানুষ এই ঘটনাকে শুধুই একটি হাট বন্ধ হওয়া নয়, বরং একটি ইতিহাসের করুণ পরিসমাপ্তি হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, “এই হাটে শুধু গরু কেনাবেচা হতো না, এখানে প্রাণের স্পন্দন থাকত। মানুষের মুখে মুখে ফিরত হাটের গল্প।”
স্থানীয়দের দাবি, এ সমস্যার পিছনে মূলত ইজারা প্রদান প্রক্রিয়ার জটিলতা কাজ করেছে। যদি পুরনো ইজারাদারদের ফের দায়িত্ব দেওয়া হয়, তবে হাট আবার বসবে বলে আশ্বাস দিয়েছেন জমির মালিকরা। কিন্তু তা না হলে এই ঐতিহ্য হয়তো হারিয়ে যাবে ইতিহাসের পাতায়।
এমন অবস্থায় চৌগাছার আপামর জনগণ এই সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান কামনা করছেন। তাঁদের প্রশ্ন—”একটি ইতিহাস কি শুধুমাত্র কিছু লিজের জটিলতায় হারিয়ে যাবে?”
তাদের একটাই আবেদন—”এটারও একটা আশু সমাধান হওয়া উচিত।” না হলে চৌগাছার গর্ব ও ঐতিহ্য হারিয়ে যাবে চিরতরে।