বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

মুরাদনগরে অনুমোদনহীন ভেজাল খাদ্য তৈরীর অপরাধে জরিমানা

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার--
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার–

কুমিল্লার মুরাদনগরে বিএসটিআই এর অনুমতি ব্যাতিত নিম্নমানের এবং পচা কাঁচামাল ব্যবহার করে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাত করায় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
এসময় বিএসটিআই এর অনুমতি ব্যাতিত নিম্নমানের এবং পচা কাঁচামাল ব্যবহার করে নোংরা পরিবেশে জুস, সস, সয়া সস, ট্যাং, ভিনেগার, জেলি ইত্যাদি ভেজাল খাদ্য তৈরি করার অপরাধে কারখানার মালিক মো: রাকিব নামের একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন,

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ