জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার সম্মানিত নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মুর্শিদা খাতুন মহোদয়কে, ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিয়ামতপুর উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ।
গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিয়ামতপুর উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রেজাউল করিম সহকারী কমিশনার ভূমি নিয়ামতপুর, নকুল পাহান দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি জাতীয় আদিবাসী পরিষদ, নগেন কুজুর জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ও অজিত কুমার মুন্ডা সাধারন সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখা এছাড়াও উপস্থিত ছিলেন বাসন্তী টপ্পো সাংগঠনিক সম্পাদক নওগাঁ জেলা শাখা,বিজয় ইন্দুয়ার সাংগঠনিক সম্পাদক নিয়ামতপুর উপজেলা শাখা, আরো উপস্থিত ছিলেন মধু উরাও সভাপতি রসুলপুর ইউনিয়ন , যতীন সরেন সাধারণ সম্পাদক ভাবিচা ইউনিয়ন, শিরিশ পাহান সাধারণ সম্পাদক পাড়ইল ইউনিয়ন, নিপেন পাহান ফিল্ড ফ্যাসিলিটেটোর, সন্তোষ লাকড়া সদস্য শ্রীমন্তপুর, সুজল সরদার সদস্য শ্রীমন্তপুর, কৃষ্ণ এক্কা সদস্য, প্রসেনজিৎ বারোয়ার আহ্বায়ক যুব পরিষদ নিয়ামতপুর, রেন্টু সরেন সদস্য জাতীয় আদিবাসী পরিষদ, বিপুল কুজুর সদস্য আদিবাসী যুব পরিষদ,কমল পাহান প্রমুখ।
এ সময় ইউএনও মহোদয়ের সঙ্গে আদিবাসীদের বর্তমান অবস্থা নিয়ে মতবিনিময় করেন আদিবাসী নেতৃবৃন্দ।