মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ি দিনাজপুর।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মোঃ সারজিস আলম বলেছেন, “জুলাই আন্দোলনের মধ্য দিয়েই এই বাংলাদেশ হবে ফ্যাসিস্টমুক্ত। এই নতুন রাষ্ট্র ব্যবস্থায় কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ কিংবা লুটেরাদের ঠাঁই হবে না।”
২৮ মে (মঙ্গলবার) রাত ৯টায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলার ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলায় পথসভা ও গণসংযোগে অংশ নেন।
ফুলবাড়ীর ঐতিহাসিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই উপজেলার জনগণ বরাবরই আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে এসেছে। খনি আন্দোলন ছিল দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কয়লা উত্তোলন নিয়ে আরও গবেষণা দরকার, কারণ উন্মুক্ত খননের ফলে ভূমিকম্প ও ভূমিধসের আশঙ্কা থেকেই যায়।”
তিনি আরও জানান, “এনসিপি’র পক্ষ থেকে আজ থেকে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ধারাবাহিকভাবে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হবে।”
পথসভায় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন
যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব
এছাড়া ফুলবাড়ী উপজেলা এনসিপি প্রতিনিধি মোঃ ইমরান চৌধুরী নিশাদ বক্তব্য রাখেন।
পথসভায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির আহমেদ, বেলাল হোসেন, বিশাল, শিহাব হোসেন, সাকিবসহ আরও অনেকে।
স্থানীয় জনসাধারণ সারজিস আলমকে একনজর দেখার জন্য ভিড় জমায়। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।