মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার চারঘাট (রাজশাহী)
রাজশাহীর চারঘাটে ১শ বোতল ফেন্সিডিল ও মটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ মে) রাত ৮টার দিকে ওৎ পেতে থাকলে চারঘাট উপজেলার চৌরাস্তা মোড়ে পৌছালে তাদের মটরসাইকেলটি গতিরোধ করে এবং তাদের শরীর ও মটরসাইকেল তল্লাশি করলে তার শরীরে ও মাজায় বাঁধা ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে দুই মাদক ব্যবসায়ীকে মডেল থানায় নিয়ে আসা হয়। জানা যায়, দুই মাদক ব্যবসায়ী বাঘা-মীরগঞ্জ যাওয়ার পথে এঘটনা ঘটে।
এমন সংবাদ পেয়ে সোমবার রাতে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমানের নিদের্শনায় উপ-পরিদর্শক মুক্তার হোসেনের নেতৃত্বে এসআই আব্দুর রাজ্জাক, এএসআই আব্দুল মালেক,সুমনসহ সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টহলদল দুই মাদক চোরাকারবারী একটি লাল কালো পালসার মোটরসাইকেলসহ রনি ও বিশুকে গ্রেফতার করা হয়।
আটককৃত হলো উপজেলার গৌরশহরপুর নতুনপাড়া শাহাবুদ্দিনের ছেলে আবু রায়হান রনি (৩৪), নাওদাড়া চারা বটতলা গ্রামের নওশাদ আলীর ছেলে বিশু আলী (৩৫)।
অপরদিকে সোমবার দিনগত রাতে ইউসুফপুর ইউনিয়নে কান্দিপাড়া এলাকায় রাস্তার পার্শ্বে ইয়াবা বিক্রয় করার সময় ২৫ পিচ ইয়াবাসহ নবাব আলীকে আটক করে ইউসুফপুর বিজিবি কোম্পানী কমান্ডার সোলায়মান ও সঙ্গীয় ফোর্স হাবিলদার মালেক,এসআইপি সিপাহী লিটন।
এবিষয়ে মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী দুই জনকে আটক করে। এই ব্যাপারে পৃথক পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।