বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

পবিপ্রবির হল মাঠে জমজমাট ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী

মুশতাক আহমেদ, পবিপ্রবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মুশতাক আহমেদ,
পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হল মাঠে ২০২০-২১ সেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। প্রতিদ্বন্দ্বিতা করে ‘টিম হান্টার’ (সিনিয়র ব্যাচ) ও ‘টিম টার্মিনেটর’ (২০২১-২২ সেশন)। উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইব্রেকারে জয়ী হয় টিম টার্মিনেটর।

২৭ মে (বুধবার) ফাইনাল খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল’ অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, এম. কেরামত আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ আবদুল্লাহ আল মামুন হোসেন, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদর রহমান, এম. কেরামত আলী হলের সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক তরিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক রফিক উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, বিভিন্ন হলের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এটি শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকেও দূরে রাখে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ