দিরাই প্রতিনিধি ঃগোলাম জিলানী
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চাতলপাড় ও সুতারগাঁও গ্রামের পঞ্চায়েতের বিরুদ্ধে বারবার সাজানো ও হয়রানিমূলক মিথ্যা মামলা সাজিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী জানান ইউসুফ আলী, সুলেমান খান, শিশির মোহন দাস, গৌতম দাস, আইয়ুব খান, এলজামান খান, রণজিত দাস তারিফ আলী সাংবাদিকদের বলেন চাতলপাড় গ্রামের মৌলভী আবুল কাশেম দুটি গ্রামের সহজ সরল মানুষকে বৃদ্বা আংগুলী দেখিয়ে সরকারি জায়গায় জমি দখল করে নিজের করে নিতে বিভিন্নভাবে গ্রামের মানুষকে নিষেদ বাধা দিলে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিবাদ করলে তিনি নিজে বাদী হয়ে একের পর এক মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি করছেন। তাঁরা বলেন আমাদের হিন্দু মুসলমান দুটি গ্রামে সরকারি খাস জমি রয়েছে। যুগ যুগ ধরে আমরা এই জায়গা মিলেমিশে ব্যবহার করে আসছি। কিন্তু গ্রামের মৌলভী আবুল কাশেম এই জায়গা তাঁর নিজের বলে আমাদেরকে ব্যবহার করতে নিষেদ বাধা দিলে আমরা প্রতিবাদ করলে তিনি হঠাৎ করে রাতের আঁধারে ঘরের আসবাবপত্র নিয়ে অন্য জায়গায় চলে যান এই খবর পেয়ে আমরা পঞ্চায়েতেের পক্ষ থেকে দিরাই থানা পুলিশ কে অবগত এবং ছবি তুলে রাখি কিন্তু মৌলভী আবুল কাশেম দুটি গ্রামের পঞ্চায়েতর বিরুদ্ধে সাজানো মামলার আসামী করে হয়রানি করে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।একটি মামলা দিরাই থানা পুলিশ তদন্ত করে মিথ্যা প্রমান করে মামলা ডিসমিস করার পর আবার নতুন করে ২৪ মে দুপুরে মৌলভী আবুল কাশেমের আত্মীয় স্বজন বাড়ির আরও মালামাল নিয়ে যাওয়ার পর আবার নতুন করে মালামাল লুটপাট অগ্নিকাণ্ড, ভাংচুরের মামলা করে দুইটি গ্রামের পঞ্চায়েতের বিরুদ্ধে অবস্থান হয়রানি করে যাচ্ছেন। আমরা প্রশাসন কে বারবার জানানোর পরও ও এই সাজানো মিথ্যা মামলা রেকর্ড করেন দিরাই থানা পুলিশ। এবিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন চাতলপাড় গ্রামের মৌলভী আবুল কাশেম একটি অভিযোগ দিয়েছেন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে,কাউকে অন্যায়ভাবে পুলিশ হয়রানি করা হচ্ছে না বলে জানান।