বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

রামগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা

শরিফুল ইসলাম ভূঁইয়া রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম ভূঁইয়া
রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনদিন ব্যাপী ভূমি মেলার আয়োজন করে রামগঞ্জ উপজেলা রাজস্ব প্রশাসন।

আজ রোববার ( ২৫ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেলাস্থলে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দেবব্রত দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, একাডেমিক সুপার ভাইজার শামছুল আলম, সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল ভূইয়া, উপজেলা আই সি টি কর্মকর্তা জয়দীশ রায়, উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মোঃ মাহফুজ খান প্রমুখ।

এ মেলা চলবে আগামী কাল মঙ্গলবার ২৭ মে পর্যন্ত।
প্রধান অতিথি বলেন ভূমি মন্ত্রনালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবা সমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করছে।
তারই আলোকে বর্তমানে ই নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই পর্চার
আবেদন, ভূমি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির
নকশা সহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম অনলাইনের মাধ্যমে ঘরে বসে সম্পাদন করতে পারছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ