মোঃ নুরুন্নবী শহর প্রতিনিধি কক্সবাজার
রামুতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি ভূমি মেলা শুরু হয়েছে।
জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বাড়াতে কক্সবাজারের রামুতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। উদ্বোধন শেষে মেলা অঙ্গনে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল এর সভাপতিত্বে ভূমি সেবা ও সচেতনতা মুলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম বলেন, ভূমি সেবা সহজ করা হয়েছে। কোন প্রকার ভোগান্তি ছাড়া অনলাইনের মাধ্যমে সব কিছু করা যাবে। তাই অতিরিক্ত টাকা দিয়ে কেউ ভূমি সেবা নেওয়ার চেষ্টা করবেন না। জনবান্ধব ভূমি সেবা জনসাধারনের দোর গোড়ায় পৌছে দিতে রামুতে তিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।
“ ভূমি উন্নয়ন কর পরিশোধে পরিবেশ বান্ধব প্রণোদনা” এই প্রতিবাদ্যে মেলায় কর পরিশোধ করা সেবা গ্রহিতাদের মাঝে পরিবেশ বান্ধব প্রণোদনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামু উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহবুবুর রহমান, প্রধান সহকারী হীরা পাল, জেসমিন আকতার, সায়রাত সহকারী আজিজুল হক,নাজির, কফিল উদ্দিন, সানজিদা আফরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুশান্ত দেবনাথ, গর্জনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কাশেম, সেবা গ্রহিতা আব্দুল মান্নান, সাংবাদিক,ভূমি সেবাগ্রহীতাগণসহ প্রমূখ। মেলার এবারে প্রতিপাদ্য ছিল, “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”। ৩ দিন ব্যাপী “ভূমি মেলা” শেষ হবে আগামী ২৭