মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

আইজিপির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ

মোছাঃ গুলশান আক্তার (বিশেষ প্রতিনিধি) ঢাকা।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

মোছাঃ গুলশান আক্তার বিশেষ প্রতিনিধি ঢাকা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের প্রতিনিধি দল আইজিপি মো. ময়নুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে।

বুধবার (২৮ আগস্ট) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের প্রতিনিধিদলটি সৌজন্য সাক্ষাৎ করে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মুংগোভেন তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এশিয়া-প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কোসেনজা এবং আলেকজান্ডার জেমস আমির এল জুনদি। সাক্ষাৎকালে আইজিপি প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ