বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

বিশেষ ক্ষমতা আইনে নকলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার!

সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন।
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন।

শেরপুর জেলাধীন নকলা উপজেলার আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার।
শুক্রবার (২৩ মে )রাতে নকলা পৌরশহর থেকে নজরুল ইসলাম (৫৩) এবং গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে ফরিদুল ইসলাম (৪১)কে গ্রেপ্তার করে নকলা থানা পুলিশ ।

নজরুল ইসলাম দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নকলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। তার পিতার নাম আব্দুল জুব্বার সরকার। তিনি নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা (দক্ষিণ নকলা) গ্রামের বাসিন্দা। ফরিদুল ইসলাম গৌড়দ্বার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য। তার পিতার নাম মোসলেম উদ্দিন। তিনি গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও গ্রামের বাসিন্দা।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম ও ফরিদুল ইসলাম ২০২৪ সনের ৪ আগস্ট তারিখে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার (মামলা নম্বর-৬, তারিখ-১২/১২/২০২৪ ইং) সন্দিগ্ধ আসামি। তাদেরকে আজ ২৪ মে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ