মিজানুর রহমান স্টাফ রিপোর্টার ”
কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতা ৬ নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের সহ সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে বিশাল বড় ব্যানার লাগিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে জাহাঙ্গীর এবং জামাল নামের দুই ভাই বাড়িতে কারখানা করে বাজারজাত করছেন নকল সয়াবিন তৈল অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার উমানোচন উচ্চ বিদ্যালয়ের সাথে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন এবং জামাল হোসেনের বাড়িতে কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ফরচুন সয়াবিল তেল, প্রাইম সয়াবিন তৈল, বাড়িধারা সয়াবিন তেল আলম সয়াবিন তেল এবং মক্কা মদিনা সরিষার তেল। মোট ৫টি নকল মোড়কের স্টিকার, ১৪শ খালি বোতল জব্দ এবং জাহাঙ্গীরের ছেলে ওমর ফারুক কে দুই লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন এরআগে ওই কারখানায় একবার অভিযান চালিয়ে ২লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন যাবৎ জামাল এবং জাহাঙ্গীর অবৈধ ভারতীয় চিনি ব্যবসা করে আসছিলেন, বর্তমানে তারা বাড়ির সামনে বিএনপির ব্যানার লাগিয়ে বাড়িতে কারখানা দিয়ে বাজারজাত করছেন অবৈধ এবং ভেজাল সয়াবিন তৈল। এলাকাবাসী আরো বলেন অভিযান করো কোনভাবেই তাদেরকে দমিয়ে রাখা যায় না, অভিযান শেষ হতে না হতেই পুনরায় চালু করেন তাদের এই অবৈধ ব্যবসা।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাঙ্গরা বাজারের অসাধু ব্যবসায়ী জাহাঙ্গীর এবং জামালের নকল সয়াবিন তৈলের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন কোম্পানির মোড়কে খোলা এবং নকল সয়াবিন তৈল
বোতলজাত করে বিক্রি করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরে বলেন প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার আগ পর্যন্ত ওই প্রতিষ্ঠানকে বন্ধ রাখার জন্য বলা হয়েছে জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।