মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি:
বাগেরহাট জেলার শরণখোলায় উপজেলায় রাতে দুর্বৃত্তের হামলায় খোকন হাওলাদার নামে একজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আহত খোকন হাওলাদারকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী খোকনের বড়ভাই মোঃ আনোয়ার হোসেন বলেন, তার ছোট ভাই খোকন হাওলাদার উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া বাজারে ফ্লেক্সি ও বিকাশে নগদ টাকা আদান প্রদানের ব্যবসা করেন। দিনশেষে দোকান বন্ধ করে রাত ১০টার দিকে রায়েন্দা বাজার হতে নলবুনিয়া গ্রামের বাড়ী যাওয়ার পথে মঠেরপাড় গ্রামের বালিরমাঠ (বড়ব্রীজ সংলগ্ন) নামক স্থানে পৌছলে দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন খোকন। দুর্বৃত্তরা লোহার রড ও লাঠি দিয়ে বেদম মারপিট করে গুরুতর আহত করে খোকনের পকেটে থাকা নগদ ২২ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় খোকনের ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসে। লোকজন এগিয়ে আসায় দুর্বৃত্তরা খোকনকে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন পথচারীদের সহায়তায় রাত ১১টার দিকে আহত খোকনকে রাস্তা থেকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিবেন বলে খোকনের বড়ভাই জানিয়েছেন।