মুশতাক আহমেদ,
পবিপ্রবি প্রতিনিধি :
বিশ্বব্যাপী ‘ওয়ান হেল্থ’ ধারণাকে তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো “Second National One Health Youth Symposium 2025”। দুই দিনব্যাপী এই আয়োজন ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে।
সিম্পোজিয়ামটি যৌথভাবে আয়োজন করে ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (IVSA) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) শাখা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ওয়ান হেল্থ বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর প্রফেসর নীতিশ চন্দ্র দেবনাথ।
প্রফেসর ড. নাজমুল আহসান তাঁর বক্তব্যে বলেন, “Why don’t we go back to nature-based solutions? — ভবিষ্যতের টেকসই উন্নয়নের জন্য ওয়ান
অন্যদিকে, প্রফেসর ড. রেজাউল করিম বলেন, “যা কিছু পরিবর্তন, নতুনদের, তরুণদের মাধ্যমেই আসবে। তারাই এই প্রত্যাশা ধারণ করবে।”
প্রফেসর নীতিশ চন্দ্র দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, “You are never too young to lead and never too old to learn।”
সিম্পোজিয়ামে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির মধ্যে ছিল পারসুয়িং হায়ার স্টাডিজ, সায়েন্টিফিক পেপার রাইটিং ওয়ার্কশপ,ওএইচ ক্যারিয়ার টক,ওয়ার্কশপ অন এআই এবং ট্যাকলিং এএমআর অ্যাট ফার্ম লেভেল — যেখানে অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষার সুযোগ, গবেষণা পত্র লেখার কৌশল, ওয়ান হেল্থে ক্যারিয়ার গড়ার পথ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় মাঠপর্যায়ের পদক্ষেপ সম্পর্কে জ্ঞান লাভ করবে।
শুক্রবার (২৩ মে) উপস্থিত ছিলেন প্রাণী স্বাস্থের উপ-পরিচালক এবং ডিএলএস ডঃ এস কে শাহীনুর ইসলাম, জাতীয় পরামর্শদাতা, WOAH এবং প্রাক্তন এএমআর উপদেষ্টা ডঃ মোঃ হাবিবুর রহমান, WOAH এর আঞ্চলিক এএমআর প্রকল্প কর্মকর্তা ডঃ পন্ডপান সুওয়ানথাদা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডঃ মোঃ মাহমুদুল হাসান সিকদার; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডঃ মোঃ সালাউদ্দিন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (অ্যাগ্রোভেট বিভাগ) এর সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ ডঃ মোঃ শফিউল্লাহ এবং ইএসএল ও আইইএলটিএস প্রশিক্ষক/শিক্ষক প্রশিক্ষক, সিইও ও প্রতিষ্ঠাতা (লেক্সিকন) মোঃ শোজিবুল ইসলাম সহ আরো অনেকে।
শনিবার (২৪ মে) অনুষ্ঠানের দ্বিতীয় দিন অংশগ্রহণ করবেন ডিএলএস বরিশাল এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ ইব্রাহিম খলিল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুগ্ধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ ফেরদৌস মোহাম্মদ আলতাফ হোসেন; হেড অব মেডিকেল সার্ভিস, সিএমইডি হেলথ লিমিটেড এবং রিসার্চ ফিজিশিয়ান, আইআরআইআইসি ডঃ মারজিয়া জামান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর জনস্বাস্থ্য বিভাগ এর অধ্যাপক ডক্টর মুহাম্মদ ওয়াসিফ আলম; এবং স্কয়ার হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট ড. রায়হান রব্বানী সহ আরো অনেকে।
এই আয়োজনে অংশগ্রহণ করেন দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যার মধ্যে রয়েছে খুলনা মেডিকেল কলেজ, আদ্-দ্বীন মেডিকেল কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
আন্তর্জাতিক পর্যায়েও এ আয়োজন গুরুত্ব লাভ করে। আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম FAYI এবং IAAS Bangladesh এতে কোলাবোরেশন করে।
উল্লেখযোগ্য যে, ওয়ান হেল্থ সিম্পোজিয়ামের প্রথম আয়োজন অনুষ্ঠিত হয়েছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে। এবারের আয়োজনে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী অংশ নেন।
আয়োজকদের প্রত্যাশা, ওয়ান হেল্থ ভিত্তিক এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ নেতৃত্বকে আরও সচেতন ও কার্যকর করে তুলবে।