শনিবার, ২১ জুন ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

কোন আওয়ামী লীগ কে বিএনপি বানানোর দরকার নেই,নবাবগঞ্জে বিএনপির কর্মী সভায়ঃ ডা জাহিদ

অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচন মুখি ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় নবাবগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, কোন আওয়ামীলীগ কে বিএনপি বানানো যাবে না এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। জনগণের দল বিএনপি। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম রাজা ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম ফতে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ