মোঃ সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করুন) সকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা এবং দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করা।
“গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতি দমন ও প্রতিরোধ অপরিহার্য” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (পক্ষ) ও বিরল আদর্শ উচ্চ বিদ্যালয় (বিপক্ষ)। পাশাপাশি, রচনা প্রতিযোগিতাতেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুন্নাহার সরকার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া বেগম।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো. মনসুর আলী এবং সঞ্চালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আকলিমা বেগম, বোর্ডহাট কলেজের সহকারী অধ্যাপক বিধান কুমার দত্ত, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।
অনুষ্ঠান শেষে বিরল দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা ও তেঘরা উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চা ও দুর্নীতিবিরোধী মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।