শনিবার, ২১ জুন ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

রামগঞ্জে বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ শরিফুল ইসলাম ভূঁইয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ শরিফুল ইসলাম ভূঁইয়া

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (বৃহস্পতিবার ২২মে) সকাল ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা ফেরদৌসি। রামগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা আক্তার। এসময় বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক ফারুক, রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের, উপজেলা সহকারি শিক্ষা অফিসার এমরান হোসেন, বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রায়হান আখতার, বিশিষ্ট শিক্ষানুরাগী মিজানুর রহমান, কাজী মনির হোসেন, সৈয়দ আহমেদ, অভিভাবক আল মামুন, ইসমাইল হোসেনসহ অনেকে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ