শনিবার, ২১ জুন ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম সাতকানিয়ায় পূরবী বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু।

আবুল কাশেম, সাতকানিয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

আবুল কাশেম, সাতকানিয়া প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট বান্দরবান মহাসড়কে পূরবী বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিফা আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৮ই মে ২০২৫ইং রবিবার বিকেল ৫ টার দিকে সাতকানিয়া থানাধীন কেরানিহাট-বান্দরবান মহাসড়কের বুড়ির দোকান সংলগ্ন সত্যপীর মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নাজিফা আক্তার উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বায়তুল ইজ্জত আমতলা এলাকার আরব আমিরাত প্রবাসী আবছার উদ্দিনের কন্যা বলে জানা যায়।

নিহত শিশু নাজিফা আক্তারের চাচা আনছার উদ্দিন বলেন, আমার ভাতিজী তার নিকটাত্মীয়দের সাথে সাতকানিয়া থানাধীন বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি) এলাকার ঘুরতে এসেছিল। পরে তারা সেখান থেকে হাঁটতে হাঁটতে বুড়ির দোকান সংলগ্ন সত্যপীর মাজারের কাছে আসে। তখন কেরানিহাট-বান্দরবান মহাসড়কের উত্তর পাশ হতে দক্ষিণ পাশে পার হওয়ার সময় বান্দরবান হতে ছেড়ে আসা দ্রুতগামী পূরবী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে, বাসের চালক দূর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ