মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি :
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলায় স্থানান্তরিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা এ ঘেরাও কর্মসূচী পালন করেন।
রবিবার (১৮ মে ) সকাল ১১টার সময় শরণখোলা ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রী উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে অবস্থান নেয়। পরবর্তীতে ছাত্র ছাত্রীরা উপজেলা ক্যাম্পাসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে সেখানে অবস্থান নেন। এ সময় কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে স্লোগানে স্লোগানে উপজেলা ক্যাম্পাস মুখরিত করে তোলে। শিক্ষার্থীরা জানান, শরণখোলা উপজেলা থেকে পাশ্ববর্তী উপজেলা মোড়েলগঞ্জের দূরত্ব ২৫/৩০কিলোমিটার। তাছাড়া শরণখোলা ও সাউথখালী থেকে দূরত্ব আরো বেশি। এতো দূরে গিয়ে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের একদকে যেমন অর্থনৈতিক, মানসিক ও স্নায়ুচাপসহ নানান জটিলতায় পড়তে হবে।তাছাড়া ছাত্র ছাত্রী মাঝে মাঝে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতেও বিলম্ব হয়।এক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীরা বেশি ভুক্তভোগী হচ্ছে। সুতরাং শরণখোলা উপজেলায় পরীক্ষা কেন্দ্র করার দাবী জানান তারা।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, শিক্ষার্থীদের দাবীর কথা শুনেছি। তাদের যৌক্তিক দাবীর বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।