বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

মালয়েশিয়ার অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ।

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।

মালয়শিয়ার ইমিগ্রেশন আবারও RM 500 জরিমানা দিয়ে অবৈধ অভিবাসীদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য ১৯ শে মে ২০২৫ থেকে ৩০শে এপ্রিল ২০২৬ পর্যন্ত সময় বাড়িয়েছে ।

গৃহমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতি ইসমাইল বলেন, এই কর্মসূচি ইমিগ্রেশন বিভাগ কর্তৃক পরিচালিত হবে ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত, এবং এটি পশ্চিম মালয়েশিয়া ও লাবুয়ান ফেডারেল টেরিটরিতে কার্যকর হবে।

“PRM 2.0 হলো একটি স্বেচ্ছামূলক সাধারণ ক্ষমা কর্মসূচি, যার মাধ্যমে অবৈধ অভিবাসীরা কোনো আইনি অভিযোগ ছাড়াই নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন।

“তবে, তাদেরকে নির্দিষ্ট কিছু অপরাধের ভিত্তিতে কম্পাউন্ড ফাইন (জরিমানা) প্রদান করতে হবে: বৈধ পাস ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ বা অবস্থান করার জন্য RM500, ওভারস্টে করার জন্য RM500, এবং পাসের শর্ত লঙ্ঘনের জন্য RM300,” তিনি ইমিগ্রেশন বিভাগের ২০২৪ সালের উৎকৃষ্ট সেবা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সাইফুদ্দিন বলেন, আবেদনকারীদের জন্য একটি স্পেশাল পাস ইস্যু করার জন্য RM20 ফি প্রদান করাও বাধ্যতামূলক হবে।

“১৮ বছরের নিচে যেসব বিদেশি শিশু ওভারস্টে করেছে বা বৈধ পাস ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করেছে, তাদেরকে কম্পাউন্ড ফাইনের আওতায় আনা হবে না, তবে তাদের স্পেশাল পাস ফি দিতে হবে,” তিনি বলেন।

তবে, সাইফুদ্দিন বলেন, এই কর্মসূচি প্রযোজ্য হবে না সেইসব ব্যক্তিদের জন্য, যারা এর আগে পুনর্বাসন কর্মসূচিতে নিবন্ধন করেও দেশ ত্যাগ করেননি, যারা ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে আছেন, বা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বা যারা বর্তমানে আইন প্রয়োগকারী সংস্থার খোঁজে আছেন।

“বিশেষ আইনগত মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিরা, যেমন মালয়েশিয়ান নাগরিকদের বিদেশি জীবনসঙ্গীরা যারা ওভারস্টে করেছেন, তাদের ইমিগ্রেশন বিভাগের ভিসা, পাস ও পারমিট বিভাগে রিপোর্ট করে পাসের সমন্বয় করতে হবে,” তিনি বলেন।

সাইফুদ্দিন বিদেশি দূতাবাস, নিয়োগদাতা ও বিদেশি সম্প্রদায়কে এই কর্মসূচির ব্যাপারে সচেতনতা ছড়াতে এবং শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগে অংশগ্রহণে উৎসাহিত করতে আহ্বান জানান।

তিনি আরও জানান, ইমিগ্রেশন বিভাগ দেশের বিভিন্ন হটস্পটে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দ্বিগুণ অভিযান চালাবে, এবং ২০২৫ সালকে তিনি “বাধ্যতামূলক প্রয়োগের বছর” (Year of Enforcement) হিসেবে ঘোষণা করেন।

“এই অভিযানগুলো অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে, যেমন পুলিশ, রেলা (People’s Volunteer Corps), জাতীয় নিবন্ধন বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষ,” তিনি বলেন।

সাইফুদ্দিন নিয়োগদাতাদের সতর্ক করে বলেন, যারা এখনও অবৈধ অভিবাসীদের নিয়োগ দেয় বা আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার এ বিষয়ে কোনো আপস করবে না।

“প্রত্যেক অবৈধ অভিবাসী কর্মীর জন্য নিয়োগদাতাদের সর্বোচ্চ RM50,000 জরিমানা, পাঁচ বছরের কারাদণ্ড এবং ছয়টি বেত্রাঘাত (caning) হতে পারে,” তিনি বলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ