বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

কক্সবাজার ডিএনসির পৃথক অভিযানে ১৮হাজার ৪শ ইয়াবা ও ৩টি মোটর সাইকেলসহ আটক -১ ;পলাতক-১

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ১৮হাজার ৪শ পিস ইয়াবা ও ৩টি মোটর সাইকেলসহ ১জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ১জনকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়, গতকাল ১২ মে সন্ধ্যা সোয়া ৭টারদিকে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী ইউপির থাইংখালী বাজারের প্রধান সড়কে অভিযান চালিয়ে ৮হাজার ৪শ পিস ইয়াবাসহ উখিয়ার মৃত নাসিম উদ্দিনের পুত্র জাকির হোসেন (২১) কে গ্রেফতার করে।

অপরদিকে রাত সাড়ে ১১টায় রামু উপজেলার খুনিয়া পালংয়ের দরিয়াদীঘি এলাকায় অভিযান জনৈক খোরশেদ আলমের বসত-বাড়িতে চালিয়ে ১০হাজার ইয়াবা এবং ৩টি মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় খুরশিদ আলম পালিয়ে যাওয়ায় কাদির হোসেনের পুত্র খুরশিদ আলম (৪৩) কে পলাতক আসামী করা হয়।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরি চালক জানান,এই ব্যাপারে পৃথক মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারী, জব্দকৃত মাদক ও মোটর সাইকেল সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ