শনিবার, ২১ জুন ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

বোয়ালখালীতে প্রত্যাশীর আয়োজিত সরকারী আইন সহায়তা ও জনসচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি -
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

তাজুল ইসলাম,
বোয়ালখালী প্রতিনিধি –

জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রাম ও প্রত্যাশী(পর্যবেক্ষক সদস্য-জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রাম) এর আয়োজনে ১৩ মে সকাল ১০টায় ” সরকারী আইন সহায়তা ও জনসচেতনতা বিষয়ক এক উঠান বৈঠক ” প্রত্যাশীর নির্বাহী পরিচালক মিসেস মনোয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বোয়ালখালী উপজেলার পোপাদিয়া আকুবদন্ডীস্থ প্রত্যাশী ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন-জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক(জেলা জর্জ) সৈয়দ আজাদ সুবহানী।
এতে বিশেষ অতিথি ছিলেন-চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা সিনিয়র সহকারী জর্জ রূপন কুমার দাশ, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, প্রত্যাশীর উপদেষ্টা অধ্যাপিকা রশিদা খানম, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, প্রত্যাশীর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম। প্রত্যাশীর প্রজেক্ট ম্যানেজার বশির আহমদ মণি এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন- বোয়ালখালী প্রেস ক্লাব এর সাবেক সভাপতি অধীর বড়ুয়া, প্রত্যাশীর লিগ্যাল অফিসার হাসনাত হায়দার ইহাদ,প্রজেক্ট অফিসার কৌশিক চক্রবর্তী,
ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী, ইউপি মেম্বার অনুপ দাশ, পুরোহিত সুমন পারিয়াল প্রমুখ। এ বৈঠকে সাংবাদিক, জনপ্রতিনিধি,ধর্মীয় প্রতিনিধি, পেশাজীবি প্রতিনিধিসহ শত শত নারী-পুরুষ অংশ গ্রহন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ