মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার চারঘাট (রাজশাহী)
রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে ২০গ্রাম হেরোইন ও ১১৬ পিচ ইয়াবাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী লিটন ও ইউসুফপুর ৬ নং ওর্য়াড যুবলীগের সদস্যসহ নয় জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী গ্রামে ইউসুফপুর ইউনিয়নের টাংগন গ্রামে অভিযান চালিয়ে তার বসতবাড়িতে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে সোমবার দিনগত রাতে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমানের নিদের্শনায় উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক, এসআই মুক্তার হোসেন,লালমিয়া ও এএসআই সুমন এ এস আই দীন মোহাম্মদ ,আব্দুল মালেকসহ সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টহলদল মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী লিটনকে গ্রেফতার করা হয়।
আটককৃত হলো ইউসুফপুর ইউনিয়ন ৬নং ওর্য়াড যুবলীগের সদস্য চক কাপাসিয়া গ্রামের আজাদ আলীর ছেলে গোলাম রাব্বানী (৪২), মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী গ্রামের শাজাহান আলীর ছেলে লিটন (৩৭), শফিকুল ইসলাম, মামুন,ইব্রাহীম, সাগর,সজীব,রাসেল ও দুলাল সরকারকে আটক করে।
এবিষয়ে মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে পাচঁ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত লিটনসহ ইয়াবা ও হেরোইন ব্যবসায়ীকে ৭জকে আটক করে। এই ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।