বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

বন্যার্তদের ত্রাণ সামগ্রি বিতরণ করেন কুমিরা ছাত্র-সমাজ

মোঃ রমিজ আলী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ রমিজ আলী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
 
“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সমানে রেখে দুর্যোগে আবারও ঐক্যবদ্ধ হয়েছে সব শ্রেণি-পেশার মানুষ। অসহায়ের পাশে দাঁড়াতে তারা হাতে রেখেছেন হাত, মনে রেখেছেন মন। তাদের সঙ্গে সঙ্গী হয়েছেন বিভিন্ন প্রবাসীরাও। এমন সম্মিলিত মানবিকতার চিত্র তুলে ধরেছেন দৈনিক আজকের সত্য প্রকাশ সীতাকুণ্ড প্রতিনিধি মো: রমিজ আলী।

দেশ সংস্কারে অঙ্গীকার বদ্ধ ছাত্র-সমাজ।দিনরাত পরিশ্রম করে ধর্ম-বর্ণ ভুলে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ত্রাণসামগ্রী নিয়ে প্রতিদিন অসহায় মানুষের পাশে ছুটে যাচ্ছে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের উদীয়মান ছাত্র-সমাজের একাংশ ছাত্র অসহায়দের পাশে দাঁড়িয়েছে।
কুমিরা ছাত্র-সমাজ মিরসরাই, জোরারগঞ্জ, দক্ষিণ শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ফাজিলপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামপ গ্রামে, ফেনী সদর উপজেলার কুঠির হাট এলাকার বিভিন্ন গ্রামে ৫ম ধাপে বন্যার্তদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন– সীতাকুণ্ড উপজেলার কুমিরা ছাত্র-সমাজের উদীয়মান অসংখ্য ছাত্র।
গত শুক্রবার, শনি এবং সোমবারও দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন তারা। কুমিরা ছাত্র-সমাজের প্রতিটি টিম এরই মধ্যে প্রায় ৪০ হাজার টাকার ফান্ড গঠন করেছে। ছাত্র -সমাজের প্রতিটি টিমে আছেন অন্তত ১০-১৫ জন।
মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন ত্রাণসামগ্রি। আটকেপড়া দুর্গত মানুষকে গলা পরিমাণ পানি অতিক্রম করে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ত্রাণ দিয়েছেন কুমিরা ছাত্র-সমাজ।

গত সোমবার পর্যন্ত ৫০০ শত মানুষের মধ্যে খাবার ও ত্রাণ বিতরণ করেন সীতাকুণ্ড উপজেলার কুমিরা ছাত্র-সমাজ।
অসহায় বন্যার্তদের মাঝে বিভিন্ন ত্রাণ-সামগ্রি-শুকনো খাবারের মধ্যে বিশুদ্ধ পানি, মুড়ি, চিঁড়া,বিস্কিট,মশার কয়েল,মোমবাতি, দে-শ লাইট ও বিভিন্ন জামা-কাপড়,ঔষধ সামগ্রি,বাচ্চাদের ডাইপার এবং খিচুড়িসহ বিভিন্ন সামগ্রি।

কুমিরা ছাত্র-সমাজের টিম বলেন তারা অসহায় বন্যার্তদের সাহায্য করতে পেরে খুবই আনন্দিত।বন্যার্তদের সাহায্যের কাজ চলমান থাকবে বলে জানান ছাত্ররা। তারা সকল মানুষকে অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানো জন্য আহবান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ