বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

বাংলাদেশের জন্মলগ্নের আকাশ যুদ্ধের প্রামাণ্য দলিল ‘ঈগলস ওভার বাংলাদেশ’ অমর একুশে গ্রন্থমেলায় এসেছে

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৭১ বার পড়া হয়েছে
পি.ভি.এস. যোগেন মোহন ও সমীর চোপড়ার লেখা  ‘ঈগলস ওভার বাংলাদেশ’ অনুবাদ করেছেন লেখক-অনুবাদক মনজুর রহমান শান্ত।
বইটি প্রকাশ করেছে দি স্কাই পাবলিকেশন। অমর একুশে গ্রন্থমেলার ৬৬০, ৬৬১, ৬৬২ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ৭০০টাকা। তবে মেলায় ২৫ শতাংশ কমিশনে বিক্রি হচ্ছে।লেখক-অনুবাদক মনজুর রহমান শান্ত জানিয়েছেন, বাংলাদেশের জন্মলগ্নের আকাশ যুদ্ধের প্রামাণ্য দলিল ‘ঈগলস ওভার বাংলাদেশ’। বইটি পাঠকের অনেক অজানা প্রশ্নের উত্তর দিবে বলেও জানান তিনি।
লেখক-অনুবাদক মনজুর রহমান শান্ত’র দাবি, এই বইটি বাংরাদেশের জন্মলগ্নের শ্বাসরুদ্ধকর আকাশ যুদ্ধের একমাত্র প্রামাণ্য দলিল। কারণ আকাশ যুদ্ধের উপর বাংলায় আর কোন বই নাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ