এমদাদুল হক, স্টাফ রিপোর্টার (ভোলা)।
ভোলা জেলার, চরফ্যাশন উপজেলার, দক্ষিণ আইচা থানর অন্তর্গত দক্ষিণ আইচা রাব্বানীয়া আলীম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও দক্ষিণ আইচা দাখিল পরীক্ষার হল সুপার মাওলানা আবুল বাশার হেলালী সাহেব এবং তাঁর পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উক্ত হামলায় মাওঃ আবুল বাশার হেলালী সাহেব ও তার পরিবার গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শিক্ষকের উপর এমন বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন দক্ষিণ আইচা রাব্বানীয়া আলীম মাদ্রাসার নতুন, পুরাতন সকল শিক্ষার্থীরা, এবং শিক্ষকবৃন্দ। দক্ষিণ আইচা থানার সামনে নিজ বাড়িতে মাওঃ হেলালীর উপর এমন হামলার ঘটনা ঘটে।
সন্ত্রাসীরা এমন মারমুখী ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কোন এ্যাকশন না নিয়ে পিছু সরে যেতে বাধ্য হন। এমন ঘটনা কে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ আইচার শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, আলেম , ওলামা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সকলের দাবি যত দ্রুত সম্ভব সকল সন্ত্রাসীদের কে চিহ্নিত করে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ফারজানা নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের উস্তাদের উপর যদি এভাবে হামলা হতে থাকে, আর সন্ত্রাসীরা রাজনৈতিক তদবীরে বেঁচে যায়, তাহলে ভবিষ্যতে আর কোন যোগ্য লোক শিক্ষকতা পেশায় নিয়োজিত হতে আগ্রহী হবেন না।
তাই সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় না খুঁজে বিচারের আওতায় আনার দাবি জানান এই শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, মাওঃ আবুল বাশার হেলালী সাহেবের সাথে জমি- জমার পূর্ব থেকে ঝামেলা চলে আসছিল তাদের, এরই জের ধরে এই হামলা চালানো হয়। শিক্ষার্থীদের ভাষ্যমতে, দক্ষিণ আইচা থানার, দঃ চর আইচা গ্রামের কামাল, জাহাঙ্গীর, ওয়াহাব আলী, আবুল কাশেম শাহ সহ একই এলাকার অজ্ঞাত আরো ৪/৫ জন মাওঃ আবুল বাশার হেলালী সাহেবের কাছ থেকে চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকার করায় এ সন্ত্রাসী হামলা চালায় অভিযুক্তরা, মানববন্ধনে অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের দাবি এদের কে এমন ভাবে শাস্তি দেওয়া হোক যাতে অন্য কোন শিক্ষকের উপর হামলা করার সাহস না করে।