শনিবার, ২১ জুন ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

আগুনে পুড়ে স্বপ্ন শেষ

মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম (শরণখোলা) প্রতিনিধি:

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভোরে গভীর ঘুমের মধ্যে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। পাশাপাশি দুটি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা নিরঞ্জন হালদার ও সুজিৎ হালদারের ঘরে ভোর রাতে আগুন লাগে।ভুক্তভোগী নিরঞ্জন হালদার জানান, ভোর রাতে ঘুমন্ত অবস্থায় আগুনের তাপ শরীরে লাগা মাত্রই ঘুম ভেঙে যায়। তখন তিনি স্ত্রী, সন্তান ও পুত্র বধুকে জাগিয়ে তুলেন। এসময় দাউদাউ করে আগুন সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। কোন মতে জীবন বাচলেও সব পুড়ে ছাই। এ আগুন ততক্ষণে পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ইতঃপূর্বেই সব পুড়ে ছাই হয়ে গেছে। নিরঞ্জন হালদার জানান তার ঘরে রাখা নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা এবং ৩.৫ ভরি স্বর্নের গহনা এবং ঘরে অন্যান্য মালামাল নিয়ে সর্বসাকুল্যে ৮/৯ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। এতে করে তার পরিবার নিয়ে পথে বসার উপক্রম। তার বেচে থাকার স্বপ্ন ম্লান হয়ে গেছে। শরণখোলা ফায়ার সার্ভিসের টিম লিডার এ কে এম মেসফাকুল আলম বলেন, গ্রামবাসীর ফোন পাওয়া মাত্র আমরা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।তবে আরো আগে আমাদের জানালে এ-তো পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে রেহাই পাওয়া সম্ভব হতো। তবে বৈদ্যুতিক শক সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে বিষয়টি ধারণা করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ