মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি
রাউজান সহ ফটিকছড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীরা । ত্রাণ সামগ্রী নিয়ে রাউজান, ফটিকছড়ি ইউনিয়নে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেন তৃতীয় লিঙ্গ শিলা আকতার ও পুতুলী আকতার।
ফটিকছড়ি ও রাউজানের দুই শত পরিবার কে এান বিতরণ করেন শিলা আকতার ও পুতুলি আকতার তাদের টিম নিয়ে।
শিলা আকতার ও পুতুলী আকতার তারা রাউজানের বাসিন্দা,
তারা বলেন, আপনারা নিজ নিজ ইউনিয়ন ওয়ার্ড ও পৌরসভায় যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ আহারে কষ্ট পাচ্ছে, আপনারা উনাদের পাশে দাঁড়ান। বন্যা কবলিত অসহায় মানুষ যাতে কষ্ট না পাই। আমরা মানবতার সেবায় কাজ করে যাব।