বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে গত রাতে অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করেন-উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
উপজেলা প্রশাসন কর্তৃক ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের নিকট প্রতি ২ বান করে টিন, ৫০ কেজি চাউলের বস্তা ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন দাশ,স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য ও সহযোগিতার করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।