শনিবার, ২১ জুন ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

মহান মে দিবস-২০২৫ উদযাপনে বিরলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলায় আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বিরল উপজেলা ও পৌর শাখা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালির অগ্রভাগে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা শ্রমিক দলের সভাপতি একরামুল হক চুন্নু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, পৌর শ্রমিক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক লুৎফর রহমান, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম প্রমুখ।

মহান মে দিবস উপলক্ষে পৃথকভাবে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা ভ্যান শ্রমিক উন্নয়ন সমিতি। অর্ধদিবস ভ্যান চালনা বন্ধ রেখে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ হামিদুর রহমান। আলোচনা সভায় শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ