বাবুল রানা মধুপুর টাঙ্গাইল,প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, তথা শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিকাল ৩ টায় মধুপুরের সকল সনাতন ভক্তবৃন্দের আয়োজনে এ শোভাযাত্রাটি শ্রী শ্রী নিত্যানন্দ সেবা অনাথ আশ্রম থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনাথ আশ্রমে এসে শেষ হয়।
উক্ত র্যালীতে অংশ গ্রহন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি রতন হায়দার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স সহ শ্রী শ্রী নিত্যানন্দ সেবা অনাথ আশ্রম কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আরও অন্যান্য হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
এছাড়াও এই শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী প্রায় সহস্রাধীক নারী-পুরুষ অংশ নেন।