এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রনি শেখ(২৫), সোহেল মন্ডল(২৭), শুভ্র বিশ্বাস (২৫), ও আবির হোসেন(২৭) নামের চার জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, শনিবার (২৬এপ্রিল) বাগেরহাটের পুলিশ সুপার মো: তৌহিদুল আরিফ এর নির্দেশনায় মাদক, অস্ত্র, জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) স্নেহাশিস দাশ সঙ্গীয় ফোর্সসহ ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় ঢালী মার্কেটের নিচতলায় মেসার্স সততা ট্রান্সপোর্ট এজেন্সির অফিস থেকে ৩৫ (পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো:তৌহিদুল আরিফ সাংবাদিকদের বলেন, পঁয়ত্রিশ পিস ইয়াবা সহ চার জন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৪ (চার) জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।#