নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সাংসদ জাফর আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘদিন ধরে পলাতক থাকা জাফর আলমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়, এতে চকরিয়া-পেকুয়া এলাকার জনগণ স্বস্তি অনুভব করছে। তার শাসনামলে এলাকার মানুষের উপর অত্যাচার, নির্যাতন এবং দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।
জাফর আলম ২০১৮ সালের জাতীয় নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেইসময় এলাকাবাসী নানা ধরনের অন্যায়, অবিচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হন। অভিযোগ রয়েছে , তিনি ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, ভূমি দখল এবং রাজনৈতিক সহিংসতার মত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি জাতীয় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের কাছে পরাজিত হন।
হাসিনা সরকারের পতনের পর থেকে জাফর আলম গা ঢাকা দিয়ে আত্মগোপন করেছিলেন, তবে শেষ পর্যন্ত তার রক্ষা হয়নি। গ্রেফতার হওয়া জাফর আলমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছেন স্থানীয় জনগণ।