শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

পিএমখালীতে ১৯৩০পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক-১

কক্সবাজার প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকায় শাহিনা আকতার নামের এক ইয়াবা কারবারির কাছে মাদক পাচারকালে জনগণের সহায়তায় এক ইয়াবা কারবারি সহ ১৯৩০ পিস ইয়াবা জব্দ করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

সোমবার (১৪এপ্রিল) বিকাল ৩টায় পিএমখালী ইউনিয়নের জুমছড়ি বনবিভাগের পাশে এ ‍ঘটনা ঘটে। এসময় সিএনজিতে থাকা তিন মাদক কারবারির মধ্যে দুইজন পালিয়ে যায় এবং অপরজনকে স্থানীয় জনতা আটক করে রাখে। পরে স্থানীয় জনসাধারণ ৯৯৯এ যোগাযোগ করলে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এবং রুবেল কাদের(২৭) নামে এক ইয়াবা কারবারিকে আটক করে।

এসময় স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ইয়াবা কারবারি রুবেল কাদের কক্সবাজার শহরের বাহারছড়ার তার বন্ধু ফয়সালের সাথে কক্সবাজার থেকে পিএমখালীতে তাদের শাহানারা আপার সাথে দেখা করতে আসে।

উদ্ধারকারীরা জানান, যখন একটি সিএনজিতে করে কয়েকজন লোক পিএমখালীর জুমছড়ি সিকদার ঘোনার দিকে আসলে তাদের গাড়ির চলাচল অন্যরকম দেখায় তাকে আমাদের সন্দেহ হয়। পরে তারা কোথায় যাবে জিজ্ঞেস করলে তৎক্ষনাত ড্রাইভারকে মাথায় আঘাত করে একজন পালিয়ে যায়। পরে জুমছড়ি বনবিভাগের পশ্চিম দিক থেকে শাহিনা আকতার (প্রকাশ শান্নারা) নামের এক মহিলা ইয়াবা কারবারিদের উদ্ধার করতে এগিয়ে আসলে ঐ মহিলার সাথে উদ্ধারকারীদের তোলকালামকান্ড সৃষ্টি হয়। এবং একজন ইয়াবা কারবারিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে অপর ইয়াবা কারবারি রুবেল কাদেরকে ছাড়ানোর জন্য টাকার প্রলোভন ও দেখায় ঐ মহিলা। কিন্তু স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অপর ইয়াবা কারবারিকে ছিনিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

এসময় আটককৃত রুবেল কাদের বলেন, আমার বন্ধু ফয়সালের সাথে আমি এই এলাকায় ঘুরতে আসি। ওর সাথে যে ইয়াবা থাকবে সেটা আমি জানতাম না। পরে এখানে এসে টের পাই ও এখানে ইয়াবা সাপ্লাই দিতে এসেছে।

পরে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্ত মহিলাটি পালিয়ে যায়। কিন্তু এর কিছুক্ষন পরেই উক্ত স্থানে পুলিশ ফোর্স এসে আটককৃত ইয়াবা কারবারিকে জিজ্ঞাসাবাদ এবং ১৯৩০পিস ইয়াবাসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যায়।

এসময় এলাকাবাসীরা উক্ত এলাকাটি ইয়াবা ও মাদকমুক্ত করার জন্য প্রশাসনের কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ