মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

নাসিরনগরে ”আলোকের অভিসারী” সংগঠণের অভিষেক, মানবতার সেবায় একটি নতুন যাত্রা

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সামাজিক সংগঠন “আলোকের অভিসারী ” -এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করে।
গতকাল ১৫ এপ্রিল স্থানীয় উপজেলা চত্বরে, সদরের বিভিন্ন স্কুল কলেজের ৫০ এরও বেশি শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, উক্ত প্রতিযোগিতায় ০৩ গ্রুপে ০৯ জনকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা বই উপহার দেওয়া হয় এবং স্থানীয় আশুতোষ মাঠে চিত্রাঙ্কন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে আলোকিত বর্ষবরণ ১৪৩২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
‘আলোকের অভিসারী’ সামাজিক সংগঠন হিসেবে সমাজের বিভিন্ন স্তরের অবহেলিত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির মূল উদ্দেশ্যসমূহ হলো: গরিব ও অসহায় মানুষদের জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান।সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক, শিক্ষা উপকরণ এবং বৃত্তির ব্যবস্থা করা।
স্থানীয় ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিভা বিকাশমূলক কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের উৎসাহিত করা।
ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।
বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সচেতনতা তৈরি। মাদক, বাল্যবিয়ে ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচার কার্যক্রম।তরুণ সমাজকে দক্ষ ও মানবিক নেতৃত্বে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন।
এসময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল, অত্র সংগঠনের আহবায়ক বখতিয়ার উজ্জামান গালিব,সদস্য তাকিউল ইসলাম, এহসানুল কাদের মিল্টন, কেএম মারজান,নিজাম আলম, ডালিম চৌধুরী, মামুন আহমেদ, ইশতিয়াক আহমেদ তপু,বিশাল,আরিফুল, মিল্টন, মুখলেস প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ