মোঃ আসিফ ইকবাল রকি
যশোর প্রতিনিধি
চৌগাছা এস এম হাবিবুর রহমান পৌর ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী তারিন আলম তনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ-ইউনিটে মেধাক্রম ২১৫৪ তম স্থান অর্জন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে চৌগাছা উপজেলার মধ্যে তিনিই একমাত্র ছাত্রী যিনি এই গৌরব অর্জন করেছেন।
স্বপ্ন, অধ্যবসায় ও অধ্যাত্মিক মানসিকতার এক অনুপম উদাহরণ তনি। সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও তাঁর নিরলস পরিশ্রম, আত্মবিশ্বাস এবং লক্ষ্যভেদী মনোভাব তাঁকে নিয়ে গেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে।
অত্র কলেজের অধ্যক্ষ জনাব মো. মোজাম্মেল হক তনির এই সাফল্যের প্রতিক্রিয়ায় বলেন, “তনির এই অর্জন শুধু আমাদের কলেজের নয়, চৌগাছা উপজেলার জন্য এক ঐতিহাসিক গর্বের মুহূর্ত। সে প্রমাণ করেছে ইচ্ছা আর অধ্যবসায় থাকলে কিছুই অসম্ভব নয়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করি।”
তনির পদার্থবিজ্ঞানের শিক্ষক নিমাই চন্দ্র বলেন, “সে ছিল একদমই আলাদা, খুবই মনোযোগী ও দায়িত্বশীল। প্রতিটি প্রশ্নের গভীরে যেত। আমি শুরু থেকেই বিশ্বাস করতাম সে অনেক দূর পর্যন্ত যাবে।”
গণিতের শিক্ষক শ্রী অরুন কুমার পার বলেন, “তনি শুধু ভালো ছাত্রীই নয়, সে একজন বিনয়ী, ভদ্র ও দায়িত্বশীল মানুষ। আজ সে যা অর্জন করেছে, তা আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে।”
চৌগাছা আজ গর্বিত। তারিন আলম তনি দেখিয়ে দিলেন, প্রতিভা কখনও চাপা থাকে না। সীমান্ত পেরিয়ে তা একদিন আলো ছড়ায় পুরো জাতির মাঝে।
চৌগাছের আকাশে আজ নতুন তারা যোগ হয়েছে। তার নাম তারিন আলম তনি।