মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

পোরশায় বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” এসো হে বৈশাখ, এসো এসো.. স্লোগানে সারাদেশের ন্যায় নওগাঁর পোরশায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃআরিফ আদনান এর সভাপতিত্বে মহিষের গাড়ী ও গ্রাম বাংলার সর্বসাধারণ কৃষক, জেলেদের ব্যবহারের সাজসজ্জা নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন পন্যের প্রদর্শনী স্টল পিঠা ও পাস্তা আলুভর্তা ইলিশ, নকশিকাঁথা, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র ও শিশুদের খেলনা দোকানগুলো পরিদর্শন করেন।এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সময় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, নিতপুর খাদ্যগুদামের ওসিএলএসডি রিয়াজুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ, নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হোসেন, নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাগর আলী,স্টীভ রায় রুপন উপজেলা কো-অর্ডিনেটর সিসিডিবি, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম সহ কর্মকর্তাবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ