মো:সালাম রাব্বানী, দিনাজপুর
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে দিনাজপুরে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও নানা সাংস্কৃতিক কর্মসূচি। ১৪ এপ্রিল, সোমবার, জেলা প্রশাসনের উদ্যোগে ও বর্ষবরণ উদযাপন উপকমিটির বাস্তবায়নে পুরো শহর জুড়ে চলে এই উৎসবের আমেজ।
উৎসবের সূচনা হয় সকাল ৮টায়, দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে। পরে সকাল ৯টায় শুরু হয় বর্ষবরণের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি নিমতলা ও মডার্ন মোড় হয়ে গোর এ শহীদ বড় ময়দানের বৈশাখী মেলার প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. ইউ. এস. এম. হাসিবুল রহমান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও আশকরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক এবং সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলিত হয়ে শোভাযাত্রাটি পরিণত হয় এক আনন্দঘন উৎসবে।
দিনব্যাপী বর্ষবরণ কর্মসূচির মধ্যে ছিল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে—যেমন জেলখানা, হাসপাতাল, এতিমখানা, ডে কেয়ার হোম ও বৃদ্ধাশ্রম— ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন।
এইভাবেই দিনাজপুরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন হয়ে ওঠে স্মরণীয় ও আনন্দময়।